Home

রুহিপুর এর ১কিঃমিঃ রাস্তায় ১ ঘন্টার জ্যাম
রাজধানীর সঙ্গে ঢাকা জেলার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগের একমাত্র পথ ঢাকা-নবাবগঞ্জ সড়ক। ৪০ কিলোমিটার সড়কের রামেরকান্দা থেকে রুহিতপুর বাজার পর্যন্ত মাত্র এক কিলোমিটার অংশে নিত্যদিন যানজটের কারণে ভোগান্তিতে পড়েছে হাজারো যাত্রী। প্রতিদিনই এক থেকে দেড় ঘণ্টা যানজটে আটকে থাকতে হচ্ছে তাদের।
Home
রুহিতপুর বাজার এর কালো অধ্যায়
কেরানীগঞ্জ এ রুহিতপুর ইউনিয়ন এ রুহিতপুর বাজার একটি অন্যতম বাজার এই বাজারে আগে একটি হাট মিলত প্রতি সোমবার, যেখানে সকল কিছু পাওয়া যেত এতই ব্যাস্ত ছিল বলা বাহুল্য। এই হাটকে কেন্দ্র করে এলাকার ওনেক বেকার মানুষ কাজ করত, কিন্তু বেশ কিছু অসাধু ব্যাবসায়ী, ফয়রা, দালালদের কারণে এই হাটটি বন্ধ হয়ে যায়। আর এই অসাধু দালাল, ফয়রা বা বেপারিরা ছিল সবাই ধর্মশুরের অন্য এলাকার ব্যাপারিদের উপর তারা অনেক জুলউম করত ও তাদের থেকে চাদা আদায় করত বিদায় তারা এই হাট ছেরে দেয়। এই সুযোগে ধর্মশুরের অসাধু ব্যাবসায়ীরা আরো সুযোগ পেয়ে মানুষের উপর অনেক জুলুম করত। এদের কিছু প্রমাণ আজো ঐ বাজারে বিদ্যমান, কিছু নমুনা পাওয়া যাবে বাজারের ফল ব্যাবসায়ীদের থেকে। ঐ অসাধু ব্যাবসায়ীরা কি কি করতে তা জানতে বিস্তারীত বাটন এ ক্লীক করুন।