রুহিতপুর ইউনিয়ন পরিষদ

কালের স্বাক্ষী বহনকারী নদী নালা হাওর বাওর ভরপুর একটি ভু-খন্ঠে ১৫.১০ (বর্গ কিঃ মিঃ) আয়তনের উপর গড়ে ওঠা ইউনিয়ন রুহিতপুর ইউনিয়ন। কেরাণীগঞ্জ উপজেলার আওতায় অবস্থিত রোহিতপুর ইউনিয়ন কাল পরিক্রমায় আজও শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তায় আজও সমুজ্জ্বল।

ক) নাম – রুহিতপুর ইউনিয়ন পরিষদ।

খ) আয়তন – ১৫.১০ (বর্গ কিঃ মিঃ)/৩৭৩০ একর

গ) লোকসংখ্যা – ৪৩৭৫৪ জন (প্রায়), পুরুষ- ২১৫৭৬ জন, মহিলা – ২২১৭১ জন, হিজড়া: ০৭ জন।

ঘ) গ্রামের সংখ্যা – ২৭ টি।

ঙ) মৌজার সংখ্যা – ৪ টি।

চ) হাট/বাজার সংখ্যা -১ টি।

মসজিদ-১৩৫টি 

ঈদ্গাহ- ১০ টি

মাজার- ৩ টি

এতিমখানা- ৫ টি

আশ্রম – 00 টি

সাংস্কৃতিক সংগঠন- ৩ টি

এন, জি, ও – ৪ টি

ব্যাংক – ৯ টি

ডাকঘর – ২ টি

ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/রিক্সা/গাড়ী।

জ) শিক্ষার হার – ৬০.৬%।

সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৯টি,

কে জি ব্রেক স্কুল- ২০টি,

উচ্চ বিদ্যালয়ঃ ০৩টি,

মাদ্রাসা- ২০টি।

ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল আলী

ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ৭টি।

ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – আছে।

ঠ) ইউনিয়ন পরিষদ জনবল –

           ১) নির্বাচিত পরিষদ সদস্য – ১২ জন।

           ২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।

           ৩) হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর-০১ জন

          ৪) ইউনিয়ন গ্রাম পুলিশ – ৮ জন।

ড) মোট ভোটার সংখ্যা – ২৭৮৩৬ জন। পুরুষ- ১৬,৬০০ জন, মহিলা- ১১,২৩৬ জন।

অন্যান্য তথ্য:

*স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কেন্দ্র: ৩টি-শাহপুর, মুগারচর, সোনাকান্দা।

  • টিকা কেন্দ্র: ৩০টি।
  • কমিনিউনিটি ক্লিনিক: ০৪টি
  • কৃষি অফিস: ১টি।
  • ভূমি অফিস: ০১টি।
  • মন্দির: ১০টি।
  • কবরস্থান: ৭টি।

*শ্মশান ঘাট: ০১টি।

  • খানার সংখ্যা: ৯,৫০০
  • রাস্তা ও সড়কের পরিমাণ:
  • জমির পরিমাণ:
  • মুক্তিযোদ্ধাদের সংখ্যা: ৫২ জন
  • সুবিধাভোগীদের সংখ্যা: ভিডব্লিউবি-১৩১, বয়স্কভাতা-১৩০৩, বিধবা ভাতা-২৩৪, প্রতিবন্ধী ভাতা-২২২, টিসিবি-৯৪২, খাদ্যবান্ধব কর্মসূচী-৯০০।

Leave a Reply