কালের স্বাক্ষী বহনকারী নদী নালা হাওর বাওর ভরপুর একটি ভু-খন্ঠে ১৫.১০ (বর্গ কিঃ মিঃ) আয়তনের উপর গড়ে ওঠা ইউনিয়ন রুহিতপুর ইউনিয়ন।
পরিচিতি
নাম – রুহিতপুর ইউনিয়ন পরিষদ।
আয়তন – ১৫.১০ (বর্গ কিঃ মিঃ)
লোকসংখ্যা – ২৮৩১৪ জন (প্রায়), পুরুষ- ১৪৩২০ জন, মহিলা – ১৩৯৯৪ জন,
গ্রামের সংখ্যা – ১৭ টি।
মৌজার সংখ্যা – ৪ টি।
হাট/বাজার সংখ্যা -৪ টি।
- রোহিতপুর বাজার।
- নতুন সোনাকান্দা বাস স্ট্যান্ড
- লাকিরচর ফেরিঘাট মোর
- পুরাতন সোনাকান্দা খেলার মাঠ
ধর্মীয় স্থাপনা সমূহ
- মসজিদ-৮০টি
- ঈদ্গাহ- ১৬ টি
- মাজার- ৭ টি
- এতিমখানা- ৫ টি
- আশ্রম – ২ টি
সাংস্কৃতিক সংগঠন- ৩ টি
এন, জি, ও – ৪ টি
- আশা
- গ্রামীণ ব্যাংক
- সিসিডিএ
- পপি ই
ব্যাংক – ৫ টি
- সোনালী ব্যাংক লিঃ
- ব্যাংক এশিয়া
- আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড
- NRB কমার্শিয়াল ব্যাংক
- ডাচ বাংলা ব্যাংক লিমিটেড।
ডাকঘর – ২ টি
- রুহিতপুর বাজার
- সোনাকান্দা
বীমা- ১০ টি
- ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোঃ লিঃ
- পপুলার লাইফ ইন্সুরেন্স কোঃ লিঃ
- আল আরাফাহ ইসলামী ইন্সুরেন্স কো অপারেটিভ লি:
- আল বারাকা লাইফ ইন্সরেন্স লিঃ
- ইসলামী ব্যাংক ইন্সুরেন্স শাখা ।
- প্রগতি লাইফ ইন্সুরেন্স লিঃ
- জীবন বীমা কর্পোরেশণ ।
- বায়রা লাইফ ইন্সুরেন্স লিঃ
- আমেরিকান লাইফ ইন্সুরেন্স লিঃ
- পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্স লিঃ
এ সকল বীমা প্রতিষ্ঠান সমূহ রুহিতপুর ইউনিয়নে তাদের শাখা অফিস, এজেন্ট এবং বুথ দ্বারা তাদের কার্যক্রম পরিচালনা করছে ।
উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সি এন জি, রিক্সা, অটো, বাস ও নিজ পরিবহন।
শিক্ষার হার – ৫৫%।
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৮টি
- নতুন সোনাকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়
- পুরান সোনাকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়
- মুগারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- রোহিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ধর্মশুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- লাখিরচর সরকারী প্রাথমিক বিদ্যালয়
- শহীদ জিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম মুগার চড় সরকারী প্রাঃ বিঃ
কে জি ব্রেক স্কুল– ৩৪টি,
উচ্চ বিদ্যালয়ঃ ২টি,
- রুহিতপুর উচ্চ বিদ্যালয়
- সোনাকান্দা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উঃ বিঃ
কলেজ -ইস্পাহানী ডিগ্রী কলেজ
মাদ্রাসা– ৮টি।
দায়িত্বরত চেয়ারম্যানঃ পলাতক
মোট ভোটার সংখ্যা – ২১৩২২ জন
উপরে উল্লেখিত তথ্যে সময়ের বিবর্তনে কিছু পরিবর্তিত হতে পারে। তাই সংখ্যায় কম বেশি হতে পারে।।
প্রিয় বন্ধুগন রুহিতপুর ইউনিয়ন নিয়ে যদি কোন তত্ত জানতে চান তাহলে গ্রুপে আপনার প্রশ্ন বা মতামত জানাতে পারেন ইনশাল্লাহ চেষ্টা করবো সমাধান দেওয়ার।।